সময় জার্নাল ডেস্ক :
"যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়" এই স্লোগানকে সামনে রেখে মায়েদের 'স্তন ক্যান্সার' ও 'জরায়ুমুখ ক্যান্সার' সচেতনতায় নিয়মিত কাজ করে যাচ্ছে 'ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন'(ক্যাপ)। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার প্রত্যন্ত গ্রামে নিশ্চিন্তপুরে ক্যান্সার সচেতনতার ক্যাম্পেইন করে ক্যাপ।
'উঠান বৈঠক' শিরোনামে ক্যাপের ভলেন্টিয়ার সায়মুন নাহার শিমুর বাসায় সকাল ১১ টায় এই দুইটি ক্যান্সার সচেতনতার ক্যাম্পেইন শুরু হয়। উক্ত ক্যাম্পেইনে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে নাজনীন সুলতানা মেঘের সঞ্চালনায় 'স্তন ক্যান্সার' ও 'জরায়ুমুখ ক্যান্সার' নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে উম্মে হাবিবা হ্যাপি এবং সাদিয়া মুবাশ্বিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত মা-বোনদের মধ্য ক্যাপের লিফলেট প্রদান করা হয়। 'আলোচনা পর্ব' শেষে 'প্রশ্নোত্তর পর্ব' অনুষ্ঠিত হয় এবং তাদের সমস্যার উপর ভিত্তি করে গঠনমূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
সময় জার্নাল/ইএইচ