মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : প্রাক—বড়দিন—২০২১ উদযাপন উপলক্ষে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম’র সাথে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে ও পৌরসভার সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ হাবিবুর রহমান’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মতিবুর রহমান বিপ্লব, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর েমোহাম্মদ আব্দুল্লাহ, টিউলিপ ইন্টান্যাশনাল স্কুলের অধ্যক্ষ তুলেন হাসদাক, খৃষ্টান সম্প্র্রদায়ের নেতা খ্রীষ্টফার মুর্মু, সালভাতর পাউরিয়া, সিস্টার পিরিনা দাস সিআইসি, সিস্টার যুদিতা মুমুর্ সিআইসি, সিস্টার ক্রিস্টিনা হাসদা এসসি, সন্তোষ রোজারিও প্রমূখ।
মতবিনিময় সভায় আগত খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর সম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এই জেলায় হাজার বছর ধরে মুসলিম, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ ধর্মসহ বিভিন্ন ধর্মের লোক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। আগামীতে এই বন্ধন যাতে আরো সুদৃঢ় থাকে সে ব্যাপারে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। সবাই মিলেমিশে দেশ ও মানবতার স্বার্থে কাজ করার আহবান জানান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। পাশাপাশি করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন থেকে রক্ষার জন্য বড় দিনে প্রার্থনা করার জন্য খ্রষ্টান সম্প্রদায়ের লোকদর প্রতি আহবান জানান।
দিনাজপুর পৌরসভার মেয়র বড়দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকদের সাথে এ ধরনে অনুষ্ঠান আয়োজন করার জন্য পৌরসভার মেয়রসহ পৌর পরিষদকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আগত খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন। এ সময় পৌর মেয়র মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম খ্রীষ্টান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মের লোকদের নিজ নিজ ধমীর্য় অনুষ্ঠান পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে আগত খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠানে আগত খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে প্রাক—বড়দিনের কেক কাটেন তিনি।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, স্টোর কিপার মো. মুজিবুর রহমান বাচ্চুসহ দিনাজপুরে বসবাসরত খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন মিশনের প্রতিনিধি ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা—কর্মচারী উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ