নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি আবাসিক ছাত্রী হলের জন্য পৃথক নিয়ম না রেখে সব আবাসিক হলের জন্য অভিন্ন নিয়মের দাবি জানিয়েছেন ছাত্রীরা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এ দাবি জানান।
গতকাল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার বিধি বাতিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তারা পূর্বে উত্থাপন করা বাকি তিনটি দাবিরও বাস্তবায়নের দাবি জানান।
দাবিগুলো হলো- ‘স্থানীয় অভিভাবক’র পরিবর্তে ‘ইমার্জেন্সি কন্টাক্ট’ শব্দটি রাখা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল ও জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দেওয়া।
সংবাদ সম্মেলনে পাঁচটি আবাসিক হলের ছাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি।
তিনি বলেন, ‘আমরা বরাবরই চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ প্রশাসন করে আসছে, তার অবসান। তার পরিপ্রেক্ষিতেই উপাচার্য স্যারের কাছে আমাদের চার দফা দাবি আমরা পেশ করেছিলাম, যার প্রত্যেকটিই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম দাবিটি গতকালকের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে মেনে নেওয়া হয়েছে, কিন্তু বাকি তিনটি দাবি মানা হয়নি। বাকি দাবিগুলোও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণেরই প্রতিফলন। তাই আমরা আমাদের প্রত্যেকটি দাবির বাস্তবায়ন চাই।’
বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে একই নিয়মের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিটি আবাসিক হলে একই নিয়ম চাই। এ কারণে শিক্ষার্থীদের মোট ১৮টি হলের নিয়মাবলি জরুরিভিত্তিতে নতুন করে সংশোধন করে, সব হলের জন্য শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী অভিন্ন নিয়মাবলি প্রদান করার জোর দাবি জানাচ্ছি। লিঙ্গভেদে কোনো ধরনের বৈষম্যমূলক নিয়মে ফেলবেন না।’
এছাড়া সংবাদ সম্মেলন থেকে সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলা হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের অবিলম্বে শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন- শামসুন নাহার হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক আফসানা ছপা, সহ-সাধারণ সম্পাদক ফাতিমা তাহসিন, সাহিত্য সম্পাদক অরনিমা তাহসিন, কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক রিপা কুণ্ডু, সাবেক সংস্কৃতি সম্পাদক দ্যুতি অরণ্য চৌধুরী প্রমুখ।
সময় জার্নাল/এলআর