মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদরাসা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলা উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে মাদরাসা মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, চেয়ারম্যান প্রার্থী নায়িমুর রহমান মজুমদার মাসুম, আলী আশ^ব, বিশিষ্ট রাজনীতিবীদ মাহফুজুর রহমান, বেলাল হোসাইন, কৃষ্ণপুর মাদরাসার সুপার আবুল কাশেম মোঃ সামছুদ্দিন, চাঁন্দুল মাদরাসা সুপার মাওলানা আবদুল কাদের, ইসলামী চিন্তাবীদ ইকবাল হোসেন সালেহী, চৌদ্দগ্রাম বাজারস্থ রেজিষ্ট্রি অফিস মসজিদের খতিব মাওলানা আবু রায়হান, সমাজ সেবক ডাঃ আশরাফ উদ্দিন, আবুল হাশেম, জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘একটি আধুনিক ইসলামিক শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নুসরাত জাহান মীম মাদরাসা কমপ্লেক্সে নূরানী, নাযেরা বিভাগে শনিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সময় জার্নাল/এলআর