বিনোদন ডেস্ক : চিত্রনায়ক অনন্ত জলিল ১৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের আয়োজন করে সিনেমা ‘দিন: দ্য ডে’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ঘোষণা অনুযায়ী তার সিনেমা আজও মুক্তি পায়নি। কেন মুক্তি পেল না- এ বিষয়ে কোনো ঘোষণা দিতেও দেখা যায়নি তাকে।
অনন্ত জলিল বলেছেন, সিনেমাটির জন্য দর্শক অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাদের সেই অপেক্ষার অবসান হচ্ছে। ‘দিন : দ্য ডে’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। প্রায় ২ বছর ধরে এটি নির্মিত হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশিরা আছেন সেখানেই সিনেমাটি মুক্তির অনুরোধ জানিয়েছি আমি। আমি সব সময় চেষ্টা করি গল্পের চাহিদা অনুযায়ী যা যা করণীয় তা করতে। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখলে আরও স্পষ্ট হয়ে যাবে।
কেন ছবিটি মুক্তি পেল না- এ বিষয়ে জানতে শুক্রবার অনন্ত জলিলের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
‘দিন: দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন: দ্য ডে’। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।
সময় জার্নাল/এসএ