নিজস্ব প্রতিবেদক। দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৬ জনের। নতুন করে আরও ২৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২২৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫১টি ল্যাবে ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৬০২টি। করোনা শনাক্তের হার দুই দশমিক এক শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।
মৃত্যুবরণকারী পুরুষের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি রংপুর বিভাগের বাসিন্দা ও সরকারি হাসপাতালে মারা গেছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
সময় জার্নাল/আরইউ