বিশ্লেষণ
শক্তি অবিনশ্বর, নাই কোন ক্ষয়
জীব-জড় সবকিছুই কমবেশি শক্তিময়
সব শক্তির বড় শক্তি অসীম করুণাময়
সেই শক্তির কোমল ছোঁয়া মানবের আত্মায়
কোন শক্তি'র নেই কোন আকার বা রঙ
বিবর্তিত শক্তি জীবজড়ের রসময়ী সঙ
এক শক্তি হরনকারী আরেক বাহারী শক্তি
মহা শক্তি তৃষ্ণাতুর নগন্য শক্তির
শক্তির দুই রূপ সু এবং কুশক্তি
এরসাথে সংযোজন গতি ও স্থিতি
সবকিছু নিয়ন্ত্রণ করে সে হলো-মতি
এসবেই জীবনের ক্ষতি বা উন্নতি
জীবন যতই হবে শেকড় বা স্থিতিময়
গতি আর মতি তখন দংশনে ক্ষয়
নিয়ত সুমতিময় করিলে গতি
মুক্ত জীবনের হবে উন্নতি
ইস্যুভিত্তিক শক্তির নিত্য চলাচল
কখনো আমি ভাল কখনো চোখে জল
একটা মন্দ দিয়ে হয় না মানবের বিচার
একটা শুদ্ধতা মানেই
- নয় তা সবটাই শুদ্ধ বাজার।