শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মোড়েলগঞ্জে জমির বিরোধে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১
মোড়েলগঞ্জে জমির বিরোধে মা ও ছেলেকে কুপিয়ে জখম

এম. পলাশ শরীফ,বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে জখম করেছে। রোববার দিবাগত রাত ৮টার দিকে পঞ্চকরণ গ্রামে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে জখমীদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার দুপুরে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

জানাগেছে, পঞ্চকরণ গ্রামের কৃষক সিদ্দিক খলিফার স্ত্রী কাজল বেগম (৫০) ও তার ছেলে হাসিব খলিফাকে(২৮) পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে একই গ্রামের প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় প্রতিবেশি লাল চান বাদশার ছেলে তরিকুল হাওলাদার, শামীম হাওলাদারসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

এ বিষয়ে থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মারপিটের বিষয়টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল