হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দেশের স্যটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৭ তম বর্ষে পদার্পন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় হাকিমপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালীবের হয়ে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাবের হলরুমে বৈশাখী টেলিভিশনের হিলি সংবাদদাতা গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যার হারুন উর রশীদ হারুন।
বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক, প্রেসক্লাবের সাধারণ মুরাদ ইমাম কবির,
সাবেক সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি আলতাব হোসেন, প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে স্থানীয় সকল সংবাদিক ও সুধিজন অংশ গ্রহণ করেন।
সময় জার্নাল/ইএইচ