এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া স্মরণে এক ষাম্মাসিক র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ২৮ শে ডিসেম্বর) পৌরসভা চত্বর হতে একটি র্যালী শহরের বিশেষ বিশেষ জায়গায় প্রদক্ষিণ করে। পরে র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা শাহজাহান মিয়া, সহকারী প্রকৌশলী শামসুল আলম, পৌরসভার সচিব তানজিলুর রহমান।
অনুষ্ঠানে বেগম রোকেয়ার আত্নজীবন ও কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জুবায়ের কনা, নাজনীন সুলতানা, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনান , ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল খান তনু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব সাহা,ফরিদপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, বস্তি উন্নয়ন কর্মকর্তা আহাদুজ্জামান, পয়ো নিষ্কাশন কর্মকর্তা আজিজুর রহমান বাদল, উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আশিকুর রহমান প্রমূখ।
এছাড়া বিভিন্ন এনজিও সংগঠন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর