মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরায় অবস্থিত মারকাযুত তাহফিযিল কুরআনিল কারিম মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চৌদ্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির হোসেন, মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক ইকবাল হোসেন সালেহী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা প্রধান হাফেজ মজিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী কামাল উদ্দিন পাটোয়ারী, কাজী ইলিয়াছ। খালেদ সাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উপদেষ্টা মোঃ বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক গাজী মানিক, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুমসহ অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাদরাসার প্রথম হাফেজ হাবিবুর রহমান জিয়াদ মিয়াজীকে পাগড়ি প্রদান করেন খতিব মাওলানা মনির হোসেন।
সময় জার্নাল/এলআর