নিজস্ব প্রতিবেদক : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চাইল্ড ফাউন্ডেশন ও আতিক ডেন্টাল কেয়ার এর যৌথ উদ্যোগে "ফ্রী ডেন্টাল চেকআপ" সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেরানীগঞ্জের জিঞ্জিরায় আমান ফাউন্ডেশন হেলথ্ সেন্টারে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
চাইল্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তাহরিন আমান ও সহ-প্রতিষ্ঠাতা আনোয়ারা আনা আমান এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে চাইল্ড ফাউন্ডেশন। সেবামূলক এসব কার্যক্রমের ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন থেকে ঢাকার বিভিন্ন অঞ্চলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বিনামূল্যে সেবা গ্রহণ করতে পেরেছে। ক্যাম্পেইনটি শিশুদের জন্য প্রাথমিক দাঁতের স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দিয়ে পরিচালিত হয়েছে।
চাইল্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তাহরিন আমান বলেন - 'এই আয়োজনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দাঁতের চেক-আপ ফ্রী করার পাশাপাশি শিশুদের অভিভাবকদের জন্য ছিলো বিশেষ আয়োজন। ঘরে কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দাঁতের যত্ন নেওয়া যায়? সে বিষয়ে অবহিত করা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা, মা ও অভিভাবকদের।'
চাইল্ড ফাউন্ডেশন সহ প্রতিষ্ঠাতা, আনোয়ারা আনা আমান বলেন 'বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাসিমুখ ও একটি সুখী সমাজ ও সম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করছে চাইল্ড ফাউন্ডেশন। আগামী দিনেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে'।
/এমআই