বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১
সময় জার্নাল প্রতিবেদক :
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, বরিশাল এর “প্রাক্তন ছাত্র সমিতির” সভাপতি নির্বাচিত হওয়ায় এবং রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স ও সার্জনস, গ্লাসগো থেকে এফ আর সি এস ডিগ্রী পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উপাচার্যের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদানকালে ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, ডা. মোঃ ফারুক হোসেন, ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, ডা. এসএম ইয়ার-ই- মাহাবুব, ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. বশির আহমেদ জয়সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সবাইকে বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মাফিক রোগীদের সেবায় আরও বেশি করে নিজেকে সম্পৃক্ত রাখার সাথে সাথে দেশের মেডিক্যাল শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এদিকে ৩০ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর বেসিক সাইন্স ও প্যারিক্লিনিক্যাল সাইন্স অনুষদে অনারারি চেয়ার অফ ট্যান্সলেশনাল জেনোমিকস এন্ড ল্যাবরেটরি মেডিসিন হিসেবে আয়ারল্যান্ডের ডাব্লিন ইউনিভার্সিটির অধ্যাপক আরমান রহমানকে নিয়োগ প্রদান করেছেন।
সময় জার্নাল/ইএইচ