গোলাম আজম খান। কক্সবাজার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ বলেছেন, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরশাসনের বিরুদ্ধে কলম ধরাই সাংবাদিকদের কাজ। যুগ যুগে সাংবাদিকরা এব্যাপার বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। বর্তমানে দেশে একটি জুলুমবাজ ও অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার জাতির উপর জেঁকে বসে আছে।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারে দ্বি-বার্ষিক সম্মলনে এসব কথা বলেন।
এম আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে সারা বিশ্বে বিবর্ণ বাংলাদেশের চেহারা ফুটে উঠেছে। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যু পথযাত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এই অপরাধের জন্য আইন মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকসহ দেশের মানুষ কোথাও আজ নিরাপদ নয়। কে কখন গুম খুন হয়ে যেতে পারে এই ভয়ে দেশের মানুষ ভীতসন্ত্রস্ত্র। গত ১২ বছরে ৫০ জন সাংবাদিকে হত্যা করা হয়েছে। শত শত নিরীহ লোকজনকে গুম খুন করা হয়েছে।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক নেতা জিএম আশেক উল্লাহ, শামসুল হক শারেক, আনছার হোসেন ও হুমায়ুন সিকদার।
সময় জার্নাল/আরইউ