নিজস্ব প্রতিবেদক: আজ দিনব্যাপী চৌদ্দগ্রামে বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ল্যাব ওয়ানের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান কে এম খোকন। অতিথি হিসেবে ছিলেন চৌদ্দগ্রাম হাইওয়ে কমিনিটি পুলিশের সেক্রেটারি আবদুল কাদির, ফেনী সিটি কলেজের প্রভাষক ইয়াছিন পাটোয়ারী, ল্যাব ওয়ানের পরিচালক মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন বিলকিছ আলম পাঠাগারের সভাপতি ইমরান মাহফুজ।
প্রধান অতিথি এ এম খোকন বলেন,
পাঠাগারটি তাদের দায়িত্ব ভালোভাবে পালন করছে স্বাস্থ্য নিয়ে তাদের উদ্যোগেই বুঝা গেলো। সেই সাথে সামাজিক কাজ হিসেবে স্বাস্থ্যসেবা অন্যান্য। আমরা পাঠাগারের পাশে আছি। আগামীতে এই ধরনের উদ্যোগ আরও কিভাবে বড় করা যায় তা নিয়ে সহযোগিতা করব।
এতে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ১৫১ চক্ষু, মা ও শিশু রোগীকে প্রেসক্রিপশন দিয়েছেন। সাথে
১৫০জনের রক্ত পরিক্ষা, ১০০জনের ডাইবেটিস পরিক্ষা, ৫০জনের পরিক্ষা করেছেন। সব মিলে প্রায় ৩০০জন দিনব্যাপী উদ্যোগে সেবা পেয়েছেন।
বিলকিছ আলম পাঠাগার কেবল বই পড়তেই উৎসাহিত করে না, সাথে সাথে সুস্থতা নিয়েও ভাবছে তার ই অংশ হিসেবে চলমান উদ্যোগ। প্রসঙ্গত পাঠাগারটি ২০১৭ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে।
এমআই