সময় জার্নাল প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যতদ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট শুরু করা, প্রথমবারের মতো ইনস্টিটিউশনাল প্রাকটিস চালু করা, অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা, পরীক্ষার জন্য হল তৈরি করা, একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা, সেন্ট্রাল এলামনাই গঠন করা, রেসিডেন্সী প্রোগ্রাম জোরদার করাসহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা, উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
শনিবার (১লা জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সকল বিভাগের ডিন ও চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে এই নির্দেশনা দেন উপাচার্য।
সভায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ ডিন ও বিভাগীয় চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ