মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ২০২২ সালের সরকারী বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে। জেলার ১৩ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও ইবতেদায়ী মাদরাসা, কারিগরি বিদ্যালয়সহ জেলার ৩ হাজার ৮ শ’র বেশী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীর মাঝে প্রায় ৭৪ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে। তবে করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে বই বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এসব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারী-২০২২) জেলা শহরসহ ১৩ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন।
বরাবরের মত শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে আনন্দচিত্তে বাড়ী ফিরেছে। গত ১৩ বছরধরে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই বিতরণ করে আসছে। জেলায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীর মধ্যে মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৬২৯ জন ও প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পৌনে ৫ লাখ।
সময় জার্নাল/এলআর