মেহেদী হাসান পিয়াস, তিতুমীর কলেজ : 'গাঁইটের কড়ি খসবে, হাঁস পার্টি জমবে'। এমন বাক্য কে সামনে রেখে বছেরের শেষ সন্ধ্যা স্বর্গীয় ভাবে পালন করে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া সাবেক-বর্তমান সাংবাদিকরা।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কতৃক আয়োজিত অনুষ্ঠান 'ভোজ সন্ধ্যা ' শুক্রবার (৩১ ডিসেম্বর) কলেজ মাঠ প্রাঙ্গনে নানান আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা হয় অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ উপাধ্যাক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন, ঢাকা ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মো: নাছির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, স্পাইস টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, আরটিভির নিউজ এডিটর আকতার হোসেন, আরটিভির রিপোর্টার সেলিম মালিক, এশিয়ান টেলিভিশনের জয়েন্ট নিউজ এডিটর মাহবুব জুয়েল, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র ক্রাইম রিপোর্টার শাহরিয়ার আরিফ, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান, সতিকসাসের সাবেক সাধারণ সম্পাদক ও ছড়াকার ফয়েজ রেজাসহ সাবেক ও বর্তমান তিতুমীরিয়ান সাংবাদিকেরা। আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল।
অনুষ্ঠানের সকলকে স্বাগত জানিয়ে নিজ নিজ পরিচয় বর্ণনার আহ্বান জানান, সতিকসাস এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীরা নিজ পরিচয় উপস্থাপন করতে গিয়ে একে একে মনে পড়ে ক্যাম্পাসে কাটানো দিনগুলোর কথা! তাঁরা আবেগপূর্ণ হয়ে পড়ে, ফিরে পেতে চায় ক্যাম্পাসে কাটানো দিনগুলো।
একপর্যায়ে তাঁরা বলে এমন আয়োজন যেন কয়েকমাস পর পর করা হয়।
মাঠে ছড়িয়ে-ছিটিয়ে সিনিয়র-জুনিয়রদের খোশগল্পে জমে উঠেছে 'ভোজ সন্ধ্যা ' মাঠের কোণে রাখা হয়েছে ' শীতে যত খুশি খাওয়া যায় পিঠা' এমন উৎসব। আড্ডার সাথে চলছে উষ্ণ পিঠার ভোজন।
আড্ডায় কে মাতিয়ে রাখতে চলছে নানান আয়োজন। ক্যাম্পাস শুদ্ধস্বর মঞ্চের সদস্যরা, মিষ্টি সুরে গেয়ে যাচ্ছে গান। সবাই কন্ঠ মিলিয়ে নাচে গানে গেয়ে যাচ্ছে, এই যেন ফিরে পাওয়া সেই দিন গুলো।
ঘড়ির কাঁটায় কারো নেই মনোযোগ, রাত তখন ১০টা ৩০ মিনিট সবাই যে ব্যস্ত গল্পে -আড্ডায়।
সবশেষে সিনিয়র-জুনিয়রদের সাথে ছবি তোলার বেশ হিড়িক পড়েছে।
এমআই