রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম প্রতিনিধি:
উৎসব ছাড়াই কুড়িগ্রামে বই বিতরণ শুরু হয়েছে। শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চরাঞ্চলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিলুফা সুলতানা, সদর ইউএনও রাসেদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
চলতি বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিল ৩৯ লক্ষ ৪৬ হাজার ৪১৫টি। এ পর্যন্ত পাওয়া গেছে ১০ লক্ষ ৯১ হাজার ১৬০টি। কারিগরি ট্রেডে কোন বই আসেনি বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মো: শামসুল আলম।
অপরদিকে প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম রৌমারী মডেল স্কুলে বই বিতরণকালে জানান, আমার শিক্ষার্থী ৩লাখ ৬৬হাজার ১০জন। এরমধ্যে প্রথম কিস্তিতে ১লাখ ১০হাজার ৪৯০জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে রুটিন অনুযায়ী সবাই বই পাবেন।
সময় জার্নাল/এলআর