সিলভিয়া আক্তার, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ' কার্যনির্বাহী পরিষদ ২০২১-২২' কমিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে দেশের খ্যাতিমান কীটতত্ত্ববিদ অধ্যাপক ড.কবিরুল বাশারকে জাবি প্রেসক্লাবের নতুন উপদেষ্টা হিসাবে মনোনীত করে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়। প্রথিতযশা এই অধ্যাপককে জাবি প্রোক্লাবের নব উপদেষ্টা হিসাবে নাম ঘোষণা করেন নতুন কমিটির সভাপতি হাসান তানভীর। ড.কবিরুল বাশার বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট মশা গবেষক।
সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী কমিটির সংবর্ধণা অনুষ্ঠান শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভ কামনা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খবির উদ্দিন, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক বশির আহমেদ,অধ্যাপক আলী আজম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড.আলমগীর কবির, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান, সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান শাহারিয়ার, সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক রায়হান চৌধুরী মুন, সাধারণ সম্পাদক রাইন বিন আমিন, সহ- সভাপতি আবু সায়েম ও সভাপতি মোঃ মূসা।
জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় নতুন কমিটিকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন জাবি শাখা ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের প্রতিনিধিরা।
সময় জার্নাল/এমআই