শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: শীতের কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে হালকা উঁকি দিচ্ছে নতুন দিনের সূর্য। মিঠেকড়া নরম রোদে অল্প অল্প বৃষ্টিতে ভিজে যাচ্ছে চারদিক। আর এ বৃষ্টি গায়ে মেখে নতুন বইয়ের গন্ধে উচ্ছল-মতোয়ারা লাল-সবুজ নীল কাপড় পরা শিশু শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। করোনার কারণে গতবারের মতো এবারও উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বই। আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি।
আজ শনিবার (০১ জানুয়ারি) জেলার হাতীবান্ধা উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি বিদ্যালয় গিয়ে বই বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ।
এসময় বই বিতরণে মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘বই বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বছরের প্রথম দিন থেকে পাঠদানে মনোযোগী করে তোলা হচ্ছে। এর মধ্য দিয়ে বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জন্য গড়ে তোলা হবে। আর এভাবেই তৈরি হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।’
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, মাত্র ২২ শতাংশ বই পেয়েছি। তা দিয়েই বই বিতরণ শুরু করা হয়েছে। বাকী বই পৌঁছলে বিদ্যালয়গুলোতে পৌঁছে দেয়া হবে। কবে আসবে তা জানা নেই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, ৫ম শ্রেণি ব্যাতিত সকল শিক্ষার্থীর বই বিদ্যালয়ে পৌঁছানো হয়েছে। শিশু শ্রেণি থেকে ৪র্থ শ্রেনি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে নুতন বই তুলে দেয়া হচ্ছে। ৫ম শ্রেণির বই পৌঁছলে বিদ্যালয়গুলোতে পৌঁছানো হবে। চলতি সপ্তাহে পৌছতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এমআই