তিতুমীর কলেজ প্রতিনিধি: আগামীকাল রবিবার (২ জানুয়ারি) থেকে সরকারি তিতুমীর কলেজের অনার্স ২ য় বর্ষ , ৩ য় বর্ষ ও ৪ র্থ বর্ষের শিক্ষার্থীদের অনলাইনে ও স্বশরীরে ক্লাস নেয়ার জন্য বিভাগীয় প্রধানগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের সম্মানিত বিভাগীয় প্রধানগণকে জনানো যাচ্ছে যে , আগামী ০২/০১/২০২২ তারিখ হতে অনার্স ২ য় বর্ষ , ৩ য় বর্ষ ও ৪ র্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত ভাবে অনলাইনে ও স্বশরীরে ক্লাস নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে । শিক্ষার্থীদেরকে ৭৫ % ক্লাসে উপস্থিত এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে পরবর্তীতে চূড়ান্ত পরীক্ষায় ফরম পূরণের সুযোগ দেয়া হবে না এই মর্মে বিষয়টি নিশ্চিত করতে হবে ।
স্ব স্ব বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণকে বিষয়টি শিক্ষার্থীদের অবহিত ও বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সময় জার্নাল/এমআই