মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্যতম সেচ্ছাসেবী সংগ্রহ রোভার স্কাউটস গ্রুপের নতুন সদস্যদের বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১লা জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৪০৮ নাম্বার কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
রোভার স্কাউটস কুবি'র সিনিয়র রোভারমেট খোরশেদ আলমের সভাপতিত্বে এবং মোতাসিম বিল্লাহ্ রিফাত ও রোকেয়া আক্তারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের শিক্ষক সহকারী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।
নবীনবরণ শেষে কুবি রোভার স্কাউটের ৫০ জন নবীন সদস্যদেরকে বরণ করে নেয়া হয়। এর পাশাপাশি রোভার স্কাউটসের দুটি ইউনিটের নতুন কমিটিও ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে সিনিয়র রোভারমেট হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান। রোভারমেট হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদুল আমীন, মাহমুদুল ইসলাম, সাইফুল ইসলাম সিফাত, মোতাসিম বিল্লাহ্ রিফাত। সহকারী রোভারমেট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. এমরান, জাহিদুল ইসলাম, ইমাম হোসেন, মাহিন উদ্দিন।
গার্ল-ইন রোভার স্কাউট ইউনিটের সিনিয়র রোভারমেট হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৬-১৭ সেশনের সুবাহ্ ইয়াসিন বন্যা। গার্ল-ইন রোভারমেট হিসেবে নির্বাচিত সদস্যরা হলেন রোকেয়া আক্তার, আসমা আক্তার মুক্তা, জাকিয়া সুলতানা বিথী, মাহবুবা মাহা। এছাড়া সহকারী রোভারমেট হয়েছেন ফারহানা আফরীন, নওশীন সাইয়ারা, নাজমুন নাহার, জাকিয়া সুলতানা।
এমআই