মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ইয়াছিন আলীর কবিতা ‘আমার ভাললাগা’

শনিবার, জানুয়ারী ১, ২০২২
ইয়াছিন আলীর কবিতা ‘আমার ভাললাগা’

`আমার ভাললাগা' 


গোধূলির মিষ্টি আভা
স্নিগ্ধ ঊষার সকাল, 
শরতের মৃদুছন্দ বাতাস 
হেমন্তের বয়ে যাওয়া বিকাল। 

সে যে আমার ভাললাগা --সে যে আমার ভাললাগা। 
নব জাতকের ফোকলা হাসি
শিশুর দুষ্টপনা
কিশোরের কন্ঠে বজ্রধ্বনি 
শৈশবের দুরন্তপনা। 

সে যে আমার ভাললাগা--
সে যে আমার ভাললাগা। 

তরুনের তারুণ্য হিল্লোল 
যুবকের দীপ্ত কদম
দেখিয়া মুগ্ধ হই আমি 
তাইতো যুব থাকতে চাই হরদম। 

সে যে আমার ভাললাগা--
সে যে আমার ভাললাগা । 

যৌবনের প্রেমাকর্ষণে  
দগ্ধিত হই বারে বারে 
আজও ডাকে দুহাত পেতে 
অতীত যে আামারে। 

সে যে আমার ভাললাগা --
সে যে আমার ভাললাগা।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল