শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি'র উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ রবিবার (০২ জানুয়ারি) হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন, সিন্দূর্না ইউনিয়ন, ডাউয়াবাড়ি ইউনিয়ন, গোতামারী ইউনিয়ন ও ভেলাগুড়ি ইউনিয়নে মোট পাঁচটি ইউনিয়নে ১০০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদুোৎসাহী সমাজ কর্মী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মর্জিনা বেগম, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, ডাউয়াবাড়ি ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাড মশিউর রহমানসহ উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য গন উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর