এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
“শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ সোমবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা।
আলোচনা শেষে ১২ জন সদস্যকে ২ লক্ষ ৮৫ হাজার টাকার সুদমুক্ত লোন ও ২৫ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।
সময় জার্নাল/ইএইচ