এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
`মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হচ্ছে।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপতর ফরিদপুরের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এ,এস,এম আলী আহসান এর সভাপতিত্তে আলোচনা সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রফেসর শাজাহান. এম, এ সামাদ, শেখ আব্দুস সামাদ ও এফডিএর পরিচালক আজাহারুল ইসলাম।
আলোচনা সভা শেষে সমাজসেবায় ভালো অবদান রাখার জন্য কয়েক জনকে পুরস্কার প্রদান করা হয়।
সময় জার্নাল/ইএইচ