মুরাদ ইমাম কবির. হিলি প্রতিনিধি: আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামীলীগ। ১ লা জানুয়ারী মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ক্ষমতাসীন দলটি।
৬ষ্ঠ ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদের আলী, ২নং পালশা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মাকসুদুর রহমান চৌধুরী, ৩নং সিংড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল এবং ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
সবশেষ গত ২০১৬ সালে এই চারটি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনেও এই ৪ জন প্রার্থীকেই দলীয় মনোনয়ন দিয়েছিল আওয়ামীলীগ। এবারের নির্বাচনেও তাদেরকেই পুনরায় নৌকা প্রতীক দেয়া হলো।
২০১৬ সালের ওই নির্বাচনে ৪টি ইউনিয়নের মধ্যে কেবল মাত্র সিংড়া ইউনিয়নে জয় পেরেছিল আওয়ামী লীগ। বাঁকি ৩টির মধ্যে বুলাকীপুর এবং ঘোড়াঘাট ইউপিতে জয়লাভ করেছিল বিএনপি’র প্রার্থী এবং পালশা ইউপিতে জয়লাভ করেছিল আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।
গত নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের পরাজয়ের প্রশ্নে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, ২০১৬ সালের নির্বাচনে ৪টি ইউপিতেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছিল। যে কারণে দলের মনোনীত প্রার্থীদেরকে পরাজয় বরণ করতে হয়েছিলো।
তবে এবার আমরা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাথে একাধিকবার আলোচনা ও সমন্বয় করেছি। আশা করছি দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কেও বিদ্রোহী প্রার্থী হবে না। ফলে চারটি ইউনিয়নেই নৌকার প্রার্থী জনগণের স্বতঃস্ফুর্ত ভোটে নির্বাচিত হবে।
সময় জার্নাল/আরইউ