মাহমুদুল হাসান। কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথমবারের মতো বিভিন্ন অনুষদের ৫১ জন কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ ২ জানুয়ারি (রবিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কক্ষে কৃতি এই শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সঞ্চালনায় এবং ডিনস্ অনার অ্যাওয়ার্ড উপ-কমিটির আহবায়ক এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষালাভের সুযোগ পায় তারা সৌভাগ্যবান। কারণ, এখানে শিক্ষার যে ব্যয় তার সিংহভাগ বহন করে রাষ্ট্র। কিন্তু এ ব্যয়ের অর্থ যোগান দেয় এ দেশের সাধারণ মানুষ। তাই শিক্ষার্থীদের পাস করার পর সে দায়বদ্ধতার কথা মনে রাখতে হবে এবং দেশের সেবা দিয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। শিক্ষার শুধু বস্তুগত নয়, গুণগতমান উন্নতকরনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
উল্লেখ্য, বিভিন্ন অনুষদের স্নাতক ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এবং স্নতকোত্তরে ২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোট ৫১ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। সম্মাননা হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
সময় জার্নাল/আরইউ