মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যা জাদুঘরের বিশেষ আলোচনা ও আলোক প্রজ্জ্বলন

বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১
গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যা জাদুঘরের বিশেষ আলোচনা ও আলোক প্রজ্জ্বলন

গণহত্যা দিবস উপলক্ষে আজ ২৫ মার্চ ২০২১ বিকাল ৪.৩০টায় গণহত্যা জাদুঘরের উদ্যোগে 'গণহত্যা ও রাজনীতি : প্রসঙ্গ ১৯৭১' শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গণহত্যা জাদুঘরেই অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক সহুল আহমদ; আলোচনা করেন আবুল বাশার, শিক্ষক, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; বিদিশা হক, শিক্ষক, খুলনা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএল কলেজের শিক্ষক ও গণহত্যা জাদুঘরের ট্রাস্টি অমল কুমার গাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএল কলেজের শিক্ষক ও গণহত্যা জাদুঘরের ট্রাস্টি শংকর কুমার মল্লিক।  

অনুষ্ঠানে প্রবন্ধকার গণহত্যার সাথে স¤পর্কিত দেশীয় ও বৈশ্বিক রাজনীতি বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি গণহত্যাকে কেন্দ্র করে অস্বীকার ও স্বীকারের যে রাজনীতি চালু আছে, বিশেষ করে বাংলাদেশে, সে বিষয়ে আলোকপাত করা হয়। পরবর্তী বক্তারা প্রবন্ধের বিভিন্ন পর্যালোচনা হাজির করেন, প্রবন্ধে উত্থাপিত বিষয়ের সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেন। 
আলোচনা অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত ছিল। খুলনা শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন। 
আলোচনা শেষে ত্রিশ লক্ষ শহিদের স্মরণে গণহত্যা জাদুঘরের পক্ষ থেকে পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচিও পালিত হয়। পদযাত্রায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারাও অংশ নেন।  ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এর ডেপুটি কিউরেটর মো: রোকনুজ্জামান বাবুল এক প্রেস বিজ্ঞপ্তিতে  এই তথ্য নিশ্চিত করেছেন। 


সময় জার্নাল/ইম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল