মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বানিজ্য আরো গতিশীল করতে এবং সরকারের
রাজস্ব আদায় বাড়াতে বন্দরের বিদ্যমান সমস্যা দুরিকরণের লক্ষ্যে বন্দর সংশ্লিষ্টদের সাথে গণশুনানি করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
আজ সোমবার বেলা ১১টায় হিলি কাস্টমনের উপ-কমিশনার কামরুল ইসলাম এর সভাপতিত্বে বন্দরের কনফারেন্স রুমে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে বন্দরের আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দরের বে-সরকারী অপারেটন
পানামা পোর্ট কর্তৃপক্ষসহ কাস্টমস কর্মকর্তারা অংশগ্রহণ করে।
গণশুনানীতে বন্দরের যানজট নিরসন, কাস্টমসের জটিলতা কমিয়ে দ্রুত সময়ে পণ্য ছাড় করণ, কাস্টমসের সারভার জটিলতার নিরসন, অধিক শুল্ক যুক্ত পণ্য আমদানির ক্ষেত্রে বেনাপোলের মতো দেশের সকল বন্দরে একই নীতিমালায় পণ্য ছাড় করনসহ আমদানি করা পাথরের ষ্ট্যাক গুলো বন্দরের অভ্যন্তর থেকে বাহিরে স্তানাস্তরের আহ্বান জানান বন্দরের ব্যবসায়ীরা।
এসময়, আমদানি-রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার, সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বক্তব্য রাখেন।
এমআই