জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক সমস্যা সমাধানে কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার ভাষা শহীদ রফিক ভবন চত্বরে এ সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যায়টির উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, পরিচালক (ছাত্র-কল্যাণ) অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ড. সানজিদা খান এবং উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।উন্সিলিং কমিটির আহ্বায়ক হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ এবং সদস্য সচিব হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজী ছিলেন।
কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয়জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এটি খুবই উদ্বেগজনক। মানসিক সমস্যা সমাধানে আমরা এ উদ্যোগ নিয়েছি। আর শুধু শিক্ষার্থীরা না শিক্ষকরাও মাঝে মধ্যে মানসিকভাবে সমস্যায় পড়েন। শিক্ষক, শিক্ষার্থী সবাই এ সেন্টারে এসে কাউন্সিলিং করতে পারবে।’
এদিকে, কাউন্সিলিং সেন্টার উদ্বোধনী দিনের শুরুতে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং অন্যান্য কার্যক্রমের মধ্যে সেন্টারে মানসিক স্বাস্থ্য পরিমাপন, নির্দেশনা ও সচেতনতামূলক প্রদর্শনী করা হয়।
সময় জার্নাল/আরইউ