মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
বাংলাহিলি লালন চর্চা একাডেমীর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলিতে লালন সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এই লালন উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা মাহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পি প্রমুখ।
সাধারণ মানুষের মাঝে লালনের মর্মবাণী ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস বলে জানান বাংলাহিলি লালন চর্চা একাডেমীর প্রতিষ্ঠাতা ফকির আনোয়র।
আলোচনা সভা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন। করনায় দীর্ঘ বিরতির পর লালনের মর্মবানী গান শুনতে কন-কনে শীত উপেক্ষা করে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ঘটে।
লোকজনের বিপুল উপস্থিতিতে ঘটনাস্থল মেলায় পরিনত হয়।
সময় জার্নাল/এলআর