রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশ তৈরির ইতিহাস: বিএসএমএমইউ উপাচার্য

মঙ্গলবার, জানুয়ারী ৪, ২০২২
ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশ তৈরির ইতিহাস: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৪ঠা জানুয়ারি সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ও ডেন্টাল কলেজসমূহের প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

ছাত্র রাজনীতির ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল ১১টায় অত্র বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গুরুত্বপূর্ণ এই আলোচনা সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ডা. জামাল উদ্দিন খলিফা, অধ্যাপক ডা. উত্তম বড়–য়া, অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল হোসেন দিপু, ডা. তারেক মেহেদী পারভেজ, ডা. তারেক মাহমুদ হোসেন, ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, ডা. মোঃ ফারুক হোসেন, ডা. হেলাল উদ্দিন, ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. ফরহাদ আলী খান ফরাদ, ডা. নাজির উদ্দিন মোল্লাহ, ডা. চিত্তরঞ্জন দাস, ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, ডা. বশির আহমেদ জয়, ডা. সমরেশ চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সবাইকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান। 

প্রধান আলোচকের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু ১৯৬৬ সালে ছয় দফার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধুর সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশ তৈরির ইতিহাস। এগিয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাস। বর্তমানে দেশের মাথাপিছু আয় আড়াই হাজার মার্কিন ডলার। দেশে পাঁচটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রয়েছে। ১১৩টি মেডিক্যাল কলেজ রয়েছে। স্বাধীন বাংলাদেশ অর্জন এবং অর্জিত স্বাধীন বাংলাদেশের এতো উন্নতি ও অগ্রগতিতে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তবে মনে রাখতে হবে, স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় ও হুমকি দিচ্ছে। প্রয়োজনে ছাত্রলীগকে এবং স্বাধীনতার স্বপক্ষ সকল শক্তিকে রাজপথে থেকেই চিন্তা চেতনায় লালনকারী, পাকিস্তানি ধ্যান ধারণায় বিশ্বাসী, স্বাধীনতা বিরোধীদেরকে অবশ্যই মোকাবিলা করতে হবে।  

সভাপতির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ছাত্রলীগে হাইব্রিড নেতাদের প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। অভীষ্ট্য লক্ষ্যে পৌঁছাতে আমলাতান্ত্রিকতা অন্তরায় হিসেবে কাজ করে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল