বুধবার, জানুয়ারী ৫, ২০২২
ইসাহাক আলী, নাটোরঃপঞ্চম ধাপের নির্বাচনে নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১ ইউনিয়নে বেসরকারী ফলাফলে আওয়ামীলীগের ৪ জন, আওয়ামীলীগের বিদ্রোহী ৬ জন ও বিএনপির স্বতন্ত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
নাটোরের নলডাঙ্গার ১নং ব্রহ্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার এস এম আশরাফুজ্জামান মিঠু বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর বিদ্রোহী ঘোড়া মার্কার রইস উদ্দিন। ২নং মাধনগর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কার আব্দুল জব্বার মৃধা বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের আমজাদ দেওয়ান।
০৩নং খাজুরা ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা মার্কার মোঃ সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার বিএনপির স্বতন্ত্র জহুরুল ইসলাম ভুট্টু।
০৪নং পিপরুল ইউনিয়নে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান কলিম উদ্দিন বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার মোহাম্মদ আলী ।
৫নং বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার মোঃ শাহজাহান আলী বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের অপর বিদ্রোহী তৌহিদুর রহমান লিটন।
নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে জেলার গুরুদাসপুরের ৬টি ইউনিয়নের ৪টিতে বিদ্রোহীদের কাছে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, ১নং নাজিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আইয়ুব আলী (মোটরসাইকেল), ২নং বিয়াঘাট ইউনিয়নে
আওয়ামীলীগের বিদ্রোহী মো. মিজানুর রহমান (মোটরসাইকেল), ৩নং খুবজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. মনিরুল ইসলাম (নৌকা), ৪নং মশিন্দা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আব্দুল বারী (ঘোড়া), ৫নং ধারাবারিষা
ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আব্দুল মতিন (নৌকা), ৬ নং চাপিলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মাহাবুবুর রহমান (মোটরসাইকেল)।
বুধবার (০৫ জানুয়ারি) উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এমআই