দেব প্রসাদ ত্রিপুরা : খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদ সংগঠনের অধীনে ধর্মীয় বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও সনদপত্র বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ির বলিপাড়াস্থ শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এ সময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, মানব জীবনে ধর্মীয় ও ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মারমা ভাষা শিক্ষা পরিষদের এমন উদ্যোগ প্রসংশার দাবিদার। তাদের এ উদ্যোগ বহুদূর বিস্তৃত হবে এমনটাই প্রত্যাশা রাখি। এ সময় তিনি প্রতিষ্ঠানটির তহবিলে তিন লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন ।
প্রতিষ্ঠানটির সহ সভাপতি মংসাউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত আগাসারা ভিক্ষু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়দা আক্তার।
মাইসছড়ি ইউপির পঞ্চম বারের নির্বাচিত চেয়ারম্যান সাজাই মারমা বলেন, পাহাড়ি বাঙালী সকলকে স্ব স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলি অজর্ন করতে পারলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরাও এ লক্ষ্যে এগিয়ে যাচ্ছি ।
শিক্ষা সামগ্রী ও সনদপত্র বিতরণ শেষে এলাকার অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বলও বিতরণ করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ।
উল্লেখ্য, বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদের অধীনে জেলায় চৌদ্দটি স্কুলের মাধ্যমে বিগত ২০১৫ সাল হতে শিক্ষা কার্যক্রম এবং এ বৃত্তি পরিচালিত হয়ে আসছে ।
এমআই