মুকবুল হোসেন : মুন্সিগঞ্জের গজারিয়া
উপজেলায় ৭ ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনের পর সহিংসতায় পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেম্বার পদপ্রার্থীদের সহিংসতার উৎসবের ঘটনায় একাধিক ইউনিয়নের বিভিন্ন গ্রামে চেয়ারম্যান প্রার্থীর বাড়িসহ ৩০ বাড়িঘর এবং ৪ টি গাড়ি ভাঙচুর ও নারী পুরুষ মিলে ২২জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার হোসেন্দী ইউনিয়ন গোয়ালগাও গ্রামে , টেঙ্গার চর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী একলাসুর রহমান এর বাড়ী, বড় ভাটেরচর গ্রামে পরাজিত ফুটবল প্রতীকে মেম্বার পদপ্রার্থী সমর্থক তাজুল ইসলামের বাড়ি, গজারিয়া ইউনিয়নের নয়া নগর গ্রামের পরাজিত মেম্বার পদপ্রার্থীর সমর্থক দেলোয়ার হোসেনের বাড়িসহ নান্নু মিয়ার বাড়ি, ইমামপুর ইউনিয়নের করিম খাঁ গ্রামে পরাজিত মেম্বারপ্রাথী মহসিন এর সমর্থকদের হামলায় বিজয়ী মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর সরকারের বাড়ি সহ প্রায় ৩০ টি বাড়িঘরে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ অফিসার দের নিয়ে গজারিয়ার যেখানে যা ঘটছে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। গোয়ালগাও গ্রামের সহিংসতায় মূল হোতাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এ জায়গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সময় জার্নাল/এলআর