গোলাম আজম খান, কক্সবাজারঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দেশী-বিদেশী ৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু রাবার বাগান সংলগ্ন গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র্যাব। এসময় চার রোহিঙ্গা সন্ত্রাসী ও মাটিতে পুতে রাখা আটটি অস্ত্র উদ্ধার করমে সক্ষম হয় তারা।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র্যাব। র্যাব টিম সন্ত্রাসীদের আস্তানা ঘিরে ফেলে। এসময় চার সন্ত্রাসীরা কাঠুরিয়া ছ্দ্মাবরণে পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে তাদের আটক করে। পরে সেই অরণ্যে তল্লাশি চালিয়ে মাটিতে পুতে রাখা দুইটি বিদেশী পিস্তল ও জালানি কাঠের ভেতরে মোড়ানো ৬ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং বেশকিছু গুলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্প ও আশেপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
আটককৃত রোহিঙ্গারা হচ্ছে উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর ক্যম্পের আশুক জামানের পুত্র মোহাম্মদ নুর, ইমাম হোসেনের পুত্র নাজিম উল্লাহ, আব্দুস সবুরের পুত্র খাইরুল আমিন এবং ১৩ নম্বর থাইনখালী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ ইসলামের পুত্র আমান উল্লাহ।
এমআই