আন্তর্জাতিক ডেস্ক। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় ফের কুয়েতের মসজিদগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত। তবে শারীরিক দূরত্ব বজায় রেখে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।
আরবটাইমস অনলাইন ডটকম দেশটির ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানায়, শুক্রবার (৭ জানুয়ারি) থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। তবে, দেশটিতে এখনো সবকিছু স্থিতিশীল রয়েছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৭ জুলাই ২০২১ থেকে স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের মসজিদ খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণ এড়াতে আবারও শারীরিক দূরত্বের পাশাপাশি মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ ও মাস্ক পরে মসজিদে আসতে বলা হয়েছে। মসজিদে সামাজিক দূরত্বের পাশাপাশি অন্যকে স্পর্শ করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
নামাজের সময় মসজিদের দরজা ও জানালা খোলা রাখতে ইমাম ও মুসল্লিদের প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি জুমার দিন খুতবাহ ১৫ মিনিটের মধ্যে শেষ করতে বলা হয়েছে।
উল্লেখ্য দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই হাজার ৬৪৫ জন। এটি এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এখন পর্যন্ত সর্বমোট ৪ লাখ ২৫ হাজার ৪৫৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৪৬৯ জন।
সময় জার্নাল/আরইউ