সময় জার্নাল ডেস্ক :
ঢাকাস্থ চাটমোহর উন্নয়ন ফোরামের বার্ষিক সাধারণ সভা ও মহামিলন মেলা-২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট-অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন চাটমোহর উন্নয়ন ফোরামের সম্মানিত উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দিন খবির।
উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ও বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী এবং বীরমুক্তিযোদ্ধা আবদুস সামাদ পিন্টু; সভাপতি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং Rapid Action Battalion-4 এর কমান্ডিং অফিসার মো. মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম (বার); সাধারণ সম্পাদক ডা. কাজী রকিবুল ইসলাম; সহ সভাপতি ও বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বরেণ্য সামাজিক ব্যক্তিত্ব প্রকৌশলী আবদুল লতিফ; সহ সভাপতি ও বাংলাদেশ সরকারের উপ সচিব মো. আবদুর রহিম; কোষাধ্যক্ষ মো. নাজির হোসেন, দফতর সম্পাদক কে এম জাহিদুল ইসলাম শিপলু। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও নাট্য রচয়িতা বৃন্দাবন দাস সহ ঢাকায় বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০২০ সালের ৬ মার্চে প্রতিষ্ঠিত চাটমোহর উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে ভুয়সী প্রশংসা কুড়িয়েছে। সমাজের অসহায় মানুষের সহযোগিতা, উপজেলার প্রতিটি গ্রামে গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিয়ে এবং অনেক অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা- বিশেষ করে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রার ১৯ বছর বয়সী তরুণ সাব্বিরের কৃত্রিম হাত সংযোজন এবং সাব্বিরের কর্মসংস্থানের জন্য নিজ গ্রামে একটি মুদিখানা দোকান করে দিয়ে চাটমোহর উন্নয়ন ফোরাম দেশব্যাপী সুনাম কুড়িয়েছেন।
সময় জার্নাল/ইএইচ