মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বরগুনার এমপি শম্ভু ও ওসি তরিকুলের ফোনালাপ ভাইরাল

শুক্রবার, জানুয়ারী ৭, ২০২২
বরগুনার এমপি শম্ভু ও ওসি তরিকুলের ফোনালাপ ভাইরাল

নিজস্ব প্রতিনিধি: বরগুনা-১ ( সদর, আমতলী ও তালতলী) আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সাথে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলামের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

বৃহস্পতিবার তাদের ফোনালাপটি ফাঁস হয়। তবে শুক্রবার সন্ধ্যা থেকে তিন মিনিট ৪১ সেকেন্ডের অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত বছরের ২১ জুন বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ভায়রা সিদ্দিকুর রহমান। তিনি ওই নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হুমায়ুন কবিরের কাছে হেরে যান। ওই নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণের আগ পর্যন্ত দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। উভয়পক্ষ থানায় কমপক্ষে ১০টি মামলা করে। এর মধ্যে সংসদ সদস্যের ভায়রা সিদ্দিকুর রহমানের লোকজন ছয়টি এবং বিজয়ী হুমায়ুন কবিরের লোকজন চারটি মামলা করেন। মামলায় উভয়পক্ষের কমপক্ষে ১২২ জনকে আসামি করা হয়। মূলত ওই মামলার বিষয়েই সংসদ সদস্য কথা বলেন ওসির সঙ্গে।

এই কথোপকথনে সংসদ সদস্যের ভাষায় প্রচ্ছন্নভাবে এক ধরনের চাপ প্রয়োগের ইঙ্গিত ছিল। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত জেলা যুবলীগের সম্মেলনে কমিটির সভাপতি পদ চাওয়া এক প্রার্থীকে নিয়েও কথা বলেন সংসদ সদস্য।

এমপি শম্ভু ও ওসি তারিকুলের কথোপকপন তুলে ধরা হলো-

এমপি শম্ভু : ওসি সাহেব।

ওসি: জি স্যার আসসালামু আলাইকুম।

এমপি শম্ভু : আপনার পরবর্তী দারোগা কি বরগুনায় আসছে?

ওসি: পরবর্তী?

এমপি শম্ভু : আপনি জানেন না, আপনি যখন চলে যাবেন, তখন যে আসবে সে কি আসছে বরগুনায়?

ওসি: স্যার...

এমপি শম্ভু : প্রশ্নটা অনেক কড়া, না?

ওসি: অনেক কঠিন, কড়া স্যার। স্যার, আমি তো আপনাদের রেখে যেতে চাই না।

এমপি শম্ভু : ঠিক আছে। আচ্ছা আপনি কোথাও বলেছেন সাবু (সাহাবুদ্দিন সাবু, জেলা যুবলীগের সভাপতি প্রার্থী) যুবলীগে আপনার প্রার্থী?

ওসি: না স্যার।

এমপি শম্ভু : এই কথা আপনি কারো সাথে বলছেন?

ওসি: আমার প্রার্থী হয় কীভাবে, আমি কি রাজনীতি করি?

এমপি শম্ভু : আমি কিন্তু বিশ্বাস করি না, বলছেন। বলছেন কি না, চিন্তা করেন।

ওসি: না স্যার।

এমপি শম্ভু : মেশেন তো সবার সাথে, কোনো গুন্ডার ধারে বসে কী কইছেন কে জানে।

ওসি: স্যার এটা ফালতু কথা, ফালতু কথা আমি বলতে পারি না।
 
এমপি শম্ভু : এটা আপনি পারেন না, এসপি সাহেব কইতে পারে?

ওসি: না স্যার সে–ও বলতে পারে না, আপনারা বলতে পারেন।

এমপি শম্ভু: বোঝেন না এলাকায় কত কথাই না হয়।

ওসি: এটা কোনো কথা স্যার? আমরা বলব কেন, এক সময় আমরা ছাত্রলীগ করেছি ঠিক আছে। এখন তো বলার কোনো স্কোপ (সুযোগ) নাই। আজ তো স্যার বিএনপিকেও প্রোগ্রাম করতে
দিলাম।

এমপি শম্ভু : তারপর, করবে না কেন? ভদ্র আচরণ করলেই হয়, অভদ্র আচরণ করলেই পিটান। অভদ্র, মারমুখী হইলে তখন আমরা পুলিশকেও জিজ্ঞেস করব না, তখন আমাদের পোলাপান পিটাইবে। বইলা দিয়েন আপনারা (বিএনপি) করলে ভদ্রভাবে কইরেন।

ওসি: জি স্যার, তারা ভদ্রভাবেই করছে।

এমপি শম্ভু : ৬ নম্বরে (বুড়িরচর ইউনিয়ন) ইউনিয়ন ইলেকশনের সময় যে মামলাগুলা হইছিল, সেগুলা কী অবস্থায় আছে?

ওসি: স্যার ওগুলা কি পেন্ডিং আছে।

এমপি শম্ভু: হ্যাঁ পেন্ডিং আছে না। রিপোর্ট তো দেন নাই এখনো। যাওয়ার আগে ওগুলা গুছাইয়্যা দিয়া যাইয়েন।

ওসি: দিমু স্যার।

এমপি শম্ভু : আবার তাইলে আমরা অ্যাডিশনাল, এএসপি কইর‌্যা নিয়া আসমু।

ওসি: না স্যার দরকার নাই, এই র‌্যাঙ্কেই যেন বাড়ি যাইতে পারি।

এ সময় এমপি শম্ভুকে বলতে শোনা যায়-অনেকে এএসপি হইতে চায় না, ওসিই থাকতে চায়।

কথোপকথনের বিষয়ে কথা বলার জন্য সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘রেকর্ডটি আমিও শুনেছি, কিন্তু আমার ফোনে তো কোনো রেকর্ড নেই, তাছাড়া আপনারা পেলেন কিভাবে।’

তিনি আরো বলেন, ‘ভাই আমার জানি কোনো ক্ষতি হয় না, আমি কিছুতেই বুঝতে পারলাম না আপনারা কী করে এ রেকর্ডটি পেলেন, এ সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। এটা আমারই কণ্ঠ। গত ২ ডিসেম্বর সাংসদ স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেন, এমন কথা তিনি আমাকে অনেকবারই বলেছেন। তবে এটা কীভাবে ফাঁস হয়েছে সেটা বুঝতে পারছি না ‘

বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ্যাড. হুমায়ুন কবীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে সাংসদের ভায়রা সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের অনুসারীদের হামলার ঘটনায় আমার নেতা-কর্মীরা চারটি মামলা করেছিল। সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন পুলিশ যাতে আদালতে দাখিল করে, সিদ্দিকুর রহমান সেই চেষ্টা করছিলেন। তাতে কাজ না হওয়ায় সাংসদকে দিয়ে ওসিকে বদলির হুমকি দিয়ে এই কাজ করাতে চাইছেন তিনি।

বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৬ নং বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সংসদ সদস্যের ফোনালাপের বিষয় নিয়ে বলেন, তিনি একপক্ষের মামলা নিস্পত্তি করতে বলেননি।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল