মাহমুদুল হাসানকুবি প্রতিনিধি:
"আয় সখা আয় উৎসব আনন্দ আর প্রাণের স্পন্দনে হৃদয়ের আহ্বানে প্রাণ অফুরান সীমাহীন বন্ধনে ” স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বাংলা উৎসব। এবারের উৎসবের নাম বাংলা উৎসব-১৪২৮।
আগামী রবিবার (৯ জানুয়ারি) র্যালির মাধ্যমে এ উৎসব শুরু হয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে এ উৎসব শেষ হবে।
৫ দিনব্যাপী এ উৎসবে বালিশ খেলা, হাড়িভাঙা, বস্তা দৌড়, জোড় পায়ে দৌড়, মার্বেল চামচ, কেরাম, হা-ডু-ডু, ক্রিকেট, ফুটবল সহ আরো নানা ধরনের খেলা রয়েছে শিক্ষার্থীদের জন্য। এছাড়াও নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান, পিঠা উৎসব রয়েছে এ আয়োজনে।
উৎসবের আগে বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সাজসজ্জা নিয়ে কাজ করছেন। রং তুলি দিয়ে নতুন নতুন আল্পনা ফুটিয়ে তুলছেন বিভাগের বিভিন্ন দেয়ালে, হাড়ি, কলসিতে।
সার্বিক বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, "দীর্ঘ করোনাকালীন সময়ে আমরা বাংলা বিভাগ আমাদের সহশিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে ছিলাম। এখন আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্যে আমরা নানান কর্মকাণ্ড নিয়ে বাংলা উৎসব কাল থেকে শুরু করতে যাচ্ছি। আশা করি এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উজ্জীবিত হবে এবং পরবর্তীতে যারা নবীন শিক্ষার্থীরা আছে তারাও এতে উৎসাহ পাবে, বাংলা বিভাগ নতুন করে প্রাণ পাবে।"
সময় জার্নাল/এলআর