লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙন রোধে ৩ হাজার ১০০ কোটি টাকার নদীর তীররক্ষা বাঁধ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান ও নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপিকে অভিনন্দন জানিয়েছে বাঁধের দাবিতে আন্দোলনরত সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ।
রোববার (৯ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে মাতাব্বর হাট বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালিসহ সাহেবের হাট ইউনিয়নে নদী সংলগ্ন মঞ্চে গিয়ে অতিথিদের শুভেচ্ছা জানানো হয়।
মঞ্চের আহবায়ক এডভোকেট আবদুস সাত্তার পালোয়ানের নেতৃত্বে কয়েক শ মানুষ এই র্যালিতে যোগ দেন। নদী বাঁধের দাবিতে আন্দোলনকারীরা নদী বাঁধ উদ্বোধন করায় প্রধানমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তারা বলেন, ৭ লাখ নদী ভাঙন কবলিত মানুষের এখন শুধু একটাই দাবি যাতে নদীবাঁধ মজবুত ও টেকসই হয়।
সময় জার্নাল/এসএ