এম. পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোড়েলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি'র প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়। খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভলাপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়নে "জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরি" প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি) প্রকল্প অবহিত করণ সভায় স্বাগত বক্তৃতা করেন সংস্থার ম্যানেজার আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ডরপ্ ম্যানেজার শওকত চৌধুরি, সুশিলন ম্যানেজার দিপালী বিশ্বাস, কোডেক প্রতিনিধি দেবব্রত হালদার, শিক্ষক মো. আবু সালেহ প্রমুখ।
সময় জার্নাল/এলআর