নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের আকবর শাহ থানার কর্নেলহাট এলাকার একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। এতে এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে কর্নেলহাট সিটি গেট এলাকার ‘পিটুপি ফার্নিচার’ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।
তিনি জানান, আজ বিকেল ৩টা ৫০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৩টি গাড়ি ৩টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
তিনি আরও জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন জ্বলছে। কারখানা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ আছে কি না আগুন নিয়ন্ত্রণে আসার পর বলা যাবে।
সময় জার্নাল/এলআর