একটি নিখোঁজ সংবাদ
- সায়ন্থ সাখাওয়াৎ
একটি ডানপিটে দুঃসাহসী ছেলে নিখোঁজ হল সেই কবে
যার দরাজ স্লোগানে মুখরিত হত রাজপথ
যে অনায়াসে চোখ রাঙিয়ে বলতে পারত,
এই দেশটা সবার
গদি ছাড় স্বৈরাচার।
একজন লেখক যে কোথায় হারালেন
যিনি প্রজাপতির পাখায় গেঁথে দিতেন শিশুর হাসি
মুক্তির বার্তা ছড়িয়ে দিতেন কালো অক্ষরে
যিনি ছিলেন স্বপ্নবাজ পাখিদের বাতিঘর
সে ঘর আজ অন্ধকার।
একজন সাংবাদিক যে কোথায় গেলেন
যার কলম কথা বলত বজ্রের মতোন
যিনি দুঃস্থভাতার লোভ, সরকারি প্লট, লাল চোখ উপেক্ষা করে সত্যের প্রবাহ ছড়িয়ে দিতেন
আইলার জলের তীব্রতায়।
একজন শিক্ষক ছিলেন
যিনি ঘুম ভেঙেই বলতেন,' সকালে উঠিয়া আমি...'
তার সুর ছড়িয়ে দিতেন শিশুদের হৃদয়ে
গর্বিত কন্ঠে বলতেন, আমি জাতির মেরুদন্ডের ডাক্তার
আমাদের সেই শিক্ষক কোথায় যে হারালেন!
একজন রাজনীতিবিদের কথা তো খুব শোনা যেত
যিনি মায়ের চরণে মাথা ঠেকিয়ে বলতেন,
আমার মস্তক অবনত রাখো মা, উদ্ধত হতে দিও না
মা মাটি ও মানুষের কথা ভাবতেন তিনি
সেই মাটির মানুষ কোথায় গেলেন!
একজন চিকিৎসক ছিলেন
চিকিৎসাকে যিনি বুঝতেন সেবা
নিজের নয়, অন্যের
মানুষের ব্যথা যিনি ধারণ করতেন নিজের বুকে
সেরা সৃষ্টির সেই সেবক যে কোন গুহায় লুকালেন!
এই দেশে একজন মানুষ তো ছিলেন
যিনি শুধু দেখতেই নয়, কাজেও ছিলেন মানুষের মতো
তার মন ছিল, সবাইকে বুকে নিয়ে হয়েছিলেন মহীয়ান
যিনি জীবে দয়া করে ঈশ্বরে সমর্পিত হতেন
সেই মানুষও নাম লেখালো নিখোঁজের দলে!
একজন করে নিখোঁজ হতে হতে
নিখোঁজের তালিকায় যুক্ত হল কত নাম
এই সব নিখোঁজ সংবাদ প্রচারের জন্য
একজন স্বেচ্ছাসেবীর সন্ধ্যান করেও মিলছে না
সেও কি তবে নাম লিখিয়েছে নিখোঁজের দলে!
ঢাকা
১১ জানুয়ারি ২০২২