রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

লালমনিরহাটের ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

মঙ্গলবার, জানুয়ারী ১১, ২০২২
লালমনিরহাটের ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধিঃ 
লালমনিরহাট সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলাসহ ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বুধবার ( ১২ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। এসময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু জাফর।

অনুষ্ঠানে তৃতীয় ধাপে নির্বাচিত লালমনিরহাট সদর উপজেলার ৯ জন ও কালীগঞ্জ উপজেলার ৭ জন চেয়ারম্যান অংশ নিয়ে আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকসহ অন্যান্য কর্মকর্তা ও ১৬ ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল