মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

মঙ্গলবার, জানুয়ারী ১১, ২০২২
হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুল যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় চাচা ইমরান আলী (২১) ও ভাতিজা আব্দুল্লাহ বিন নাঈম (৬) নিহত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারী) সকালে ওই উপজেলার আরডিআরএস অফিস সংলগ্ন বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দূঘর্টনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ভাতিজা আব্দুল্লাহ বিন নাঈম (৬) নিহত হলেও চাচা ইমরান আলী (২১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মারা যায়।

শিশু নাঈম বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের বাসিন্দা ও হাতীবান্ধা সাব রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ফারুক হোসেনের পুত্র ও ইমরান আলী ওই এলাকার আব্বাস আলীর পুত্র বলে জানা গেছে।

জানা গেছে, শিশু নাঈম তার বাবা ও চাচার সাথে মোটর সাইকেল যোগে হাতীবান্ধায় স্কুলে যাচ্ছিল। এ সময় উপজেলার আরডিআরএস অফিস সংলগ বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নাঈম নিহত হয়।

এ সময় বাবা ফারুক সামান্য আহত হলেও চাচা ইমরান গুরুত্বর আহত হলে তাকে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মারা যায় ইমরান।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল