নোমান ইমতিয়াজ, রাবি : যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে সংগঠনটি।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে তারা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে।
শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় সংগঠনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এদিনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করি। স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হয়েছ। কিন্তু দুঃখের বিষয় আজও দেশের গণমাধ্যমগুলো স্বাধীন হতে পারেনি। আজ সাংবাদিকদের কলম থামাতে নানা রকম অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু তবুও আমরা আমাদের কলম চালিয়ে যাব। আমাদের কলমের মাধ্যমে দেশের সকল অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে লিখে যাব।
এসময় সংগঠনটির সহ-সভাপতি তাপস কুমার সরকার, কোষাধ্যক্ষ তৌসিফ কাইয়ুম, দপ্তর সম্পাদক আব্দুস সবুর লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই