বুধবার, জানুয়ারী ১২, ২০২২
মুহা: জিললুর রহমান, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ১১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনাসহ এক চোরাচালানিকে আটক করেছে।
বুধবার ও মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার রাইটা ও দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এই রূপার গহনা উদ্ধার করা হয়।
আটক চোরাচালানির নাম মোঃ শামীম হোসেন (২৮)। সে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত মহব্বত সরদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে রাত পৌনে ৮টার দিকে কলারোয়া উপজেলার রাইটা গ্রামে অভিযান চালিয়ে ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনাসহ চোরাচালানী শামীম হোসেনকে আটক করে। সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ ও রেফারেন্স পিলার ১০ বরাবর এলাকা থেকে এই গহণনা উদ্ধার করা হয়।
আটক আসামীকে কলারোয়া থানায় সোর্পাদ করা হয়েছে। এঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবি ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ মিজানুর রহমান নেতৃত্বে সন্ধ্যায় দেবহাটার কুলিয়া মোড় এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ৯৫০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহণা আটক করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, বিজিবি’র পৃথক অভিযানে ১৫ লক্ষ ১৪ হাজার ৫শ’ টাকা মূল্যের ১১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপার গহনাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমআই